۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
জালেমদের ব্যাপারে মহান আল্লাহ যে শপথ নিয়েছেন
জালেমদের ব্যাপারে মহান আল্লাহ যে শপথ নিয়েছেন

হাওজা / আমীরুল মুমিনীন ইমাম আলী (আ:) জালিমদের সাথে আচরণের ব্যাপারে সর্বশক্তিমান আল্লাহ যে শপথ নিয়েছেন তা একটি হাদীসে ইঙ্গিত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "আল-মাহাসিন" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

আমীরুল মুমিনীন ইমাম আলী (আ:) বলেছেন:

قالَ اللّهُ تعالى: و عِزَّتي و جلالِي، لا يَجُوزُني ظُلمُ ظالِمٍ و لَو كَفٌّ بِكَفٍّ، و لو مَسْحةٌ بِكَفٍّ، و نَطْحَةُ ما بينَ الشاةِ القَرْناءِ إلى الشاةِ الجَمّاءِ، فَيَقتَصُّ اللّه ُ لِلعِبادِ بَعضِهِم مِن بَعضٍ حتّى لا يَبقى لأِحَدٍ عندَ أحَدٍ مَظلِمَةٌ، ثُمّ يَبعَثُهُم اللّهُ إلى الحِسابِ

আমীরুল মুমিনীন ইমাম আলী (আ:) বলেছেন যে মহান আল্লাহ বলেন যে "আমি আমার সম্মান ও মহিমার শপথ করে বলছি যে আমি কোন অত্যাচারীর অত্যাচার ক্ষমা করব না।" সেই নিষ্ঠুরতা ঘুষি, চড়-থাপ্পড় কিংবা শিংবিহীন ভেড়ার শিং দিয়ে আঘাত করা হোক না কেন।

(কিয়ামতের দিন সর্বপ্রথম) আল্লাহ পরস্পরের কাছ থেকে বান্দাদের প্রতিশোধ নেবেন যাতে কোনো ব্যক্তির ঘাড়ে অন্য ব্যক্তির হক বা অন্যায়ের ভার না পড়ে, তারপর তাকে হিসাবের জন্য পাঠাবেন।

(আল-মাহাসিন: ১৮/৬৮/১)

تبصرہ ارسال

You are replying to: .